最新の動画
মহানবী হযরত মোহাম্মদ ﷺ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ইমাম মাহদী 'ক্বাদায়' অবতীর্ণ হবেন। মজার বিষয় হলো, হযরত হযরত মির্জা গোলাম আহমদ (আঃ) যিনি এ যুগের ইমাম মাহদী বলে দাবি করেছিলেন, তিনি ভারতের পাঞ্জাবের গুরুদাসপুর জেলার বাটালা পরগণার 'কাদিয়ান' নামক একটা ছোট্ট গ্রামের বাসিন্দা ছিলেন।
অপর একটা হাদিসে দামেস্কের পূর্ব দিকে মাহদীর অবতীর্ণ হবার কথা উল্লেখ রয়েছে। কাদিয়ান হ'ল দামেস্কের ঠিক পূর্ব দিকে। 'ক্বাদা' শব্দের এমন স্পষ্ট উল্লেখ কীভাবে কাকতালীয় হতে পারে। যারা সত্যানুসন্ধানী তাদের হৃদচোখে এর সত্যতা প্রতিভাত হবেই হবে, ইনশাআল্লাহ।